Sunday 25 September 2022

কবিতার মালা || শকুন্তলা সান্যাল

 

                                                                     শকুন্তলা সান্যাল 




মধ্যান্হের উক্তি


একমুঠো অক্ষর থিতিয়ে আছে জলের গভীরে...
স্বচ্ছ জল জীবনের মতো,
মস্তক নত হোতে
অক্ষর গুলি দ্যাখে..

অক্ষরদের গায়ে হীরকের কাটিং ,
গভীর ছাতিম গন্ধের মতো তাদের 
আহত যৌবন 
আলোক ছটা গুলি দ্যাখে...

ও পাড়ায় গাঢ় বৃষ্টি এলে জল ঘোলা হয় ,
চরিত্রের রঙ ছড়ানো যত অক্ষর
যৌবনে সেজে ওঠে মিথ
ডুবে যায় ভেসে যায় ...

একটা অক্ষরের সাথে আরো একটা অক্ষর
খুঁজে পেতে-
জুড়ে জুড়ে একটা বাক্য ,
বাক্য তৈরি হলে জীবন ওঠে বসে ..

স্বর বর্ণ  তুমি থেকো
আমাকে জীবনের সাথে এখন খানিক জীবন খেলতে দাও !




No comments:

Post a Comment