Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ মধুমিতা রায় চৌধুরী মিত্র

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  মধুমিতা রায় চৌধুরী মিত্র   

সিন্দুক

লোহার সিন্দুক, আমার স্বর্নহীন!
মনের সিন্দুকও আজকাল হৃদয়হীন!
বসন্ত কাটে।
শ্রাবনের ঝর্ণায়
দাবদাহ হয় চূর্ণ।
হৈমন্তিক বাতাস আনে মনকেমনের গন্ধ।
শীতের হওয়া লাগলে মনে
একাকীত্বের অন্ধকারে
সিন্দুকও আমার ভরে ওঠে
কিছু স্মৃতির কথায়।
যা যায়না বলা
যায়না দেওয়া
শুধুই থাকে ব্যথার পরশ।
তখন,
সিন্দুক খুললে-
কেমন লাগে সব অবশ।।

No comments:

Post a Comment