Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ রথীন বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  রথীন বন্দ্যোপাধ্যায়  

তিন ইয়ারি কথা 

সবুজের মুখোমুখি দাঁড়ালাম একা
যেকোনো সবুজে ঘন ছায়া নামলে বড় অন্ধকার হয়ে যায় এ শহর
এ শহরে আমি বড় একা
অন্ধকারের ভিতর পারদ ঊর্ধ্বমুখী হয়
জ্বর
আসছে
ঝড়ও আসবে
নিঃসঙ্গ তিনজনে বসে কফিকাপে চুমুক দেব
শপিং মলগুলো আবারও রঙিন হয়ে উঠবে
বায়োস্কোপ-এ একসাথে চলবে তিনখানা সিনেমা
সমস্ত রুটের বাস ছুঁয়ে যাবে আমার রঙচটা জামা
তবুও আমি আর জ্বর আর আসন্ন ঝড়
একা একা একা
মুখোমুখি ঘনিষ্ঠ
শহরের সমস্ত সবুজ জাহান্নামে যাক সবুজের ওপর ঘনায়মান অন্ধকারও

প্যারাসিটামল সাথে রাখতে হবে আর
আ্যলজোলামের ভিতর যে ঘুম থাকে, সেটিও 

No comments:

Post a Comment