Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ সাত্যকি

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সাত্যকি    

মধ্য পৌষের শীতে

মধ্য পৌষের শীতে দাঁড়িয়ে আছি 
এখন মাফলার জড়ানো সহজ নয় 

কুয়াশার আয়োজন ক্ষীণ থেকে 
প্রতিদিন আরও ক্ষীণ 
পাতাবাহারের মতো 
উঠোনের এক কোণে যে 
তাদের সারা গায়ে ধুলো জবজবে 
শান্ত হাওয়ার কোল ঘেঁষে 
অন্ধকার আলোয় 
এই পাশাপাশি দুই মানুষ
খুঁজে নেয় নিজস্ব ঠিকানা 

মধ্য পৌষের শীতে 
মাফলার জড়ানো সহজ নয়...

No comments:

Post a Comment