Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ হরিৎ বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  হরিৎ বন্দ্যোপাধ্যায়     

পরিশ্রমী হাতের আগুনে বর্ণমালা

সবুজ পাতার গা গড়িয়ে 
মাটিতে এসে পড়া রোদে ফোটা ফুলের নাম নদী
তাকিয়ে থাকে কিছু মাটির চোখ
মাটি ফাটিয়ে গাছ উঠে আসার মতো 
নিঃশব্দ বিপ্লব যারা জানে 
তাদের কাজ জলপথে চোখ চেয়ে থাকা

পাহাড়ী উষ্ণতার বাতাবরণে
কিছু অঙ্কুরিত বীজের আদলে 
পাথুরে শরীরে হাত তুলে বলে যায়
যেকোনো সময়ই সে চলে আসতে পারে

দরকার শুধু হাত পেতে জল চাওয়া নয়
উৎসপথে জেগে থাকে যে প্রখর কিরণ
কথা নিয়ে বসে থাকে যে আলোকিত পথ
সরলরেখা পথে হেঁটে গেলে দেখা যাবে
মাটির ক্যানভাসে প্রস্তুতি নিচ্ছে
অগণন পরিশ্রমী হাতের আগুনে বর্ণমালা ।

No comments:

Post a Comment