Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ নীলাব্জ চক্রবর্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  নীলাব্জ চক্রবর্তী  

একটা দৃশ্য আছে

 

লিফট মেশিনরুমের কাছে

সিঁড়ি হয়ে

একটা দৃশ্য আছে

পাখিওড়া

গোল

তার নাম

কিছুতেই বার্ডভিউ হচ্ছে না তবে

নেমে আসা

জটিল

একটা নিরাপদ ও কনভেনশনাল ন্যারেটিভের মধ্যে

তাকাও

ক্যামেরা উড়ছে

যা যা হয়

পরপর

জলের মতো মানুষ

দেখতে দেখতে

নীল ফ্রেমে আর আঁটছে না...

 

2 comments: