Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ গল্প ✪ মৌসুমী বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  মৌসুমী বন্দ্যোপাধ্যায়  

অভিশপ্ত লকেট

 

লাশ কাটাছেঁড়া করা হীরুর কাছে কোন ব্যাপার নয় । তা না না করে কত বছর হলো ? হীরু নিজেও ঠিক করতে পারে না । হবে আঠারো বা বিশ বছর । সে যাই হোক না কেন হাতের ছুরি চলে মাখনের মতো । আর চোখ ? থাক, সে কথা জেনে হবেটাই বা কী ? তবে চোখই সব, এতদিনে হীরুর জানা হয়ে গেছে । তার জন্যেই তো টুকটাক ঘরে আনতে পেরেছে ।

এই আজকে যেমন । লাশকাটা ঘরে ঢুকতেই চোখ চলে গেছে কোণের বডিটার দিকে । বাসে ধাক্কা খেয়েছে । স্পট ডেড । বয়স কত হবে ? খুব বেশি হলে তিরিশ । এই ছেলেটাও নাকি কোন হাসপাতালে ডোমের চাকরিতে সদ্য লেগেছে । দেখো কপালের ফের !

আরে ! হাতের ফাঁক দিয়ে কী একটা চকচক করছে ! হীরুর চোখও চকচক করে উঠেছে । চেরাই হয়ে গেলে সেলাই নিজেই করে দেবে । ডাক্তার সরকারকে তাড়াতাড়ি ভাগাতে হবে ।

‘সাব, সেলাই আমি করে দিই ?’ হীরু গিয়ে দাঁড়ায় ডাক্তার সরকারের সামনে ।

‘ব্যাপার কী রে ? আজ নিজে থেকে ... বেশ, বেশ ।’ ডাক্তার সরকার হেসে বেরিয়ে যান ।

কাজ শেষ করতে বেশ রাত হয়ে যায় হীরুর । শেষ ট্রেনটা বেরিয়ে যাবার আগে যেভাবেই হোক ধরতে হবে । পা চালায় জোরে ।

তবে মনটা তার খিঁচখিঁচ করছে । শুধু লকেটটা হাতের মুঠো থেকে বের করতে পেরেছে । বডি এত শক্ত হয়ে গেছে চেনটা বের করতে পারেনি । অবশ্য চেন আছে কিনা ঠিক বুঝতে পারেনি । যাক্‌গে, যা পাওয়া যায় । মালতী খুশি হবে । রাতে সোহাগ জমে যাবে ।

পরেরদিন হীরু নিজে ট্রেনেকাটা লাশ হয়ে চালান হয়ে যায় মর্গে । হাতের মুঠোয় লকেটটা খুলে গেছে । একটা মেয়ের ছবি উঁকি দিয়ে যাচ্ছে । চোখে গভীর প্রতিহিংসা ।

কাটাছেঁড়ার জন্য হীরুর মৃত শরীর বের করে । সুড়ুৎ করে মেয়েটা ঢুকে পড়ে লকেটে । পরবর্তী শিকারের অপেক্ষায়...

 

No comments:

Post a Comment