স্বপ্নের সিড়ি ভাঙায়
পুরোটা জলে পুড়ে গেলে
তুমি আমি ভিজে যাব আলোছায়া গন্ধে ?
শৈশবের অহমিকা শেষে মিলিয়ে যাবে ব্রহান্ড
শিহরিত ঠান্ডা বায়ু কণায় ?
ক্ষতবিক্ষত মৃয় আবেগ ছিটকে বেড়িয়ে গেলে
যে ধূসর লাগে , শিশিরের আভায়
রাতের কুয়াশা জাকিয়ে বসে শহুরে ল্যাম্প পোস্টের ওপর
সেই শহরে হাত ধরে আমরা তারা একেছিলাম__
একটার পর একটা গুণিতক সাজিয়ে গেছিলাম স্বপ্নের সিড়ি ভাঙায়
x+y এর সংযোজিত নিস্তব্ধ অবলোকনের খণ্ড যুদ্ধে
হতাহতের খবর আসছে দিনরাত
আমাদের ভাব নিলয় -> ঊর্ধ মহাশিরা
শীতঘুমে ক্লান্ত, হাতের উষ্ণ তালু
অ্যাস্ট্রাল প্রজেকশনের ভারে অভিশপ্ত শরীর
আমরা একে একে সব অঙ্ক মিলিয়ে দিচ্ছি
---- স্বপ্নের সিড়ি ভাঙায় ।
No comments:
Post a Comment