Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ মৌসুমী রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   মৌসুমী রায়    

শব্দের অবরোধ

রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে শব্দেরা...

কোথাও পুড়ছে টায়ার কোথাও জলকামান
পিছু হটছে কলাবৃত্ত চার পাঁচ ছয় সাত
হাজারে হাজারে বুভুক্ষু শব্দের মিছিল
প্রতিরোধ গড়ছে নীতি পুলিশ 
সমালোচক চশমা, খুঁচিয়ে বার করছে
কাঠামোর বাঁশ, অস্হি,মজ্জা,রক্ত
বেহেড অরফিউস বটগাছ তলায়
ভেজাকাক হয়ে অমরত্বের অপেক্ষায়।

শব্দেরা অভিমানে পথে,
স্তব্ধ শহর,যানজটে নাকাল টলি থেকে টালা।

একবাক্যে সবাই মেনে নিল,
বড় বাড় বেড়েছে শব্দেরা
থামিয়ে দাও ওদের।

এ শহর মূক ও বধির হোক...

1 comment: