Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ শুক্লা গাঙ্গুলি

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  শুক্লা গাঙ্গুলি  

কল্প বাস্তব   

স্বচ্ছ কাঁচের ওপাশে যে তিনটি ডেক- চেয়ার
কিছু কাল্পনিক চরিত্র বসাই তাতে-
বেলা ছোটো হতে হতে একদম
একটা লাট্টু পর্যায়ে এখন-

হাতের কব্জীতে আলো ধরতে হিমসিম-

রাতের অন্ধকারে দূরে কোথাও-
হাইওয়ের লাল বাতির   চলে যাওয়ার সারি-

কল্প-বাস্তব মানুষগুলো হেমন্তের শিশিরে ভেজে একাকী- - ফু দিয়ে চেয়ার ওডাই
তিনজন ঢুকে পরে মাথার ভিতর-
হাতুরী চালিয়ে আঘাত করে ক্রমাগত

পরাবাস্তব নাটককার লেখেন-উল্লাস করে
দর্শক। তিনজন চুপি চুপি ঢুকে পরে গ্রীনরুমে পর্দা টেনে-

মন্চে পরে থাকে-
রাংতার মুকুট আর
টিনের তলোয়ার।

No comments:

Post a Comment