Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ শীর্ষেন্দু পাল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   শীর্ষেন্দু পাল   

চতুর্দশপদী

অসমান অন্ধকারের পাশে ফুটে ওঠা আলো
মরমি শীতে নেমে আসা ধ্রুপদী কু‌য়াশা চাদর
বিলম্বিত বন্দিশে তাকে কি ডাক পাঠালো
রাস্তা জুড়ে ছড়িয়ে আছে নিয়ন বাতির আদর

দু'চারখানা পদ‍্য ছিল চিঠির আকারে লেখা
কেমিস্ট্রি প্র‍্যাকটিকাল ল‍্যাব তিনতলার ঘর
পীনোন্নত দিদিমণি কোমরে হাত রাখা
ব‍্যুরেট থেকে তরল নামে, আমার ভীষণ জ্বর

মনের মধ্যে সেসব চিঠি ছিঁড়ে ফেলার আগে
আশ্চর্য এক যুগলবন্দী টানতে থাকা ভ্রু
আটকে পড়া শাড়ির ভাঁজে নরম বিকেল জাগে
নির্বাক ভীরু সাইকেল জানে ধুকপুকুনি শুরু

আজকে এতদিনের পরে হাজার আলোর মাঝে
বুকের ভেতর শিবরঞ্জনী বিষণ্ণ সুরে বাজে।

No comments:

Post a Comment