Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ সুমিত্রা পাল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   সুমিত্রা পাল     

তুমি আর আমি


ভুলিনি আজও

মায়াঘন সেই প্রথম রাত

তুমি আর আমি

দুজনে ধরেছিলাম দুজনের হাত

 

আজীবন সব ভুলে

তুলেছি সেই  অমর তান-

পাশে আছিপাশে থেকো

ভরে রেখো মন-প্রাণ !   

No comments:

Post a Comment