Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ চিরঞ্জিৎ বৈরাগী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  চিরঞ্জিৎ বৈরাগী     

কংক্রিট-কঙ্কাল

আঙুল-পায়ে ছাপ
চাপা পড়া ঘাসের উপর ইঁট
                           কংক্রিট-কঙ্কাল

মাল্টিকালচারাল ওয়ে, তাই
মাল্টিমিডিয়া থেকে মাল্টিজিম
                     হোমওয়ার্ক হোমটিউন

একুশের মঞ্চে কে পাবে ফুল
                            কারা বাতাসা

ছুটছে মেথর-ইঞ্জিন। মজুর-গোলাপ
অধিক গতি কলকাতা-লন্ডন
                              দিল্লী-নিউইয়র্ক

কালো-সাদার অণুফিল্ম মিশন
মোমো আর বিরিয়ানি সেন্টার
                       পার্টি ইজ গোয়িং অন

প্লিজ! গ্যাস সিলিন্ডার বেঁচে থাক

No comments:

Post a Comment