Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ ফটিক চৌধুরী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  ফটিক চৌধুরী   

দুপুর-কথা

আমার অরক্ষিত দুপুর কাটে নির্জন নিরালা
নিজেকেই কাটাছেঁড়া করি,ছিন্ন ফালাফালা।
আবার জুড়ে দিই অপরাহ্নে কিংবা সন্ধেবেলা
ক্ষতচিহ্ন এঁকে রাখি,তারপর করি অবহেলা।

দুপুরে তো নিজেকেই দেখি,দেখি নিজেরই রূপ
সবকিছু দেখা কি যায়, নাকি থাকা যায় নিশ্চুপ
তবু অতীত এসে করে ভীড়, কিছু নস্টালজিক
নির্জন দুপুর কি ঝলক দেখায়, দেখায় ম্যাজিক!

দুপুরের নূপুর ধ্বনি শোনা যায় কোন কোনদিন
নিয়ে যায় দিকশূন্যপুরে কিংবা হয়ে যায় বিলীন
এসব দুপুর-কথা শোনে চারদেয়াল নিজ বাসগৃহ
চর্চিত সে সব কথা ছড়ায় রহস্য-জাল, ভয়াবহ।

একটি দুপুর মানে অন্তঃক্ষরণ, সাদা ক্যানভাস
আমার দুপুর-কথা কক্ষনো জানবে না আকাশ।

No comments:

Post a Comment