Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ হামিদুল ইসলাম

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  হামিদুল ইসলাম    

এই জীবন 
                        
জীবন নিত‍্য ধারায় বয়ে চলে 
যেনো উদাসী মেঘ
রিক্ত হস্ত প্রসারিত করে বেদনার সৌগন্ধ 
ধূলোর ঝড়ে ভরে ওঠে সমুদ্রদেশ 
তবু জীবন বৃথাগঞ্জ দশানন ।।

প্রতিদিন ভাঙে গড়ে জীবাশ্মের পাথর 
শাব্দিক জীবন 
এলোমেলো 
শতাব্দীর নোঙর তোলে মৃত‍্যুঞ্জয়ী প্রাণ 
উদিত সূর্য এখন দুচোখে পাষাণ  ।।

বৈচিত্রের বাজার বেড়ে ওঠে জীবনের ঘেরাটোপে 
দাঁতে দাঁত চাপি 
নিরেট বসন্ত বেলায় 
মন থেকে উড়ে যায় পাখি 
দুর্বিসহ মায়ায়  ।।

তোমার সাথে দেখা হবে কাল চৌরাস্তার মোড়ে  ।।

No comments:

Post a Comment