রঞ্জাবতী
রঞ্জাবতীর ছোট্ট একটা ঘর,
হলুদ ফুল আর সবুজ ঘাঁসের পর।
বাড়ির ভেতর মস্ত গড়ের মাঠ,
রঞ্জাবতীর শেগুন গাছের খাট।
লজ্জা খোঁজে সবুজ রঙের বাতি,
সকাল সন্ধে নিত্য আঁতিপাঁতি।
খুঁজতে থাকে দূতাবাসি খাম,
থাকবে লেখা রঞ্জাবতীর নাম।
তবুও ওড়ে ভীষণ রকম ঝড়,
হেডফোনে রোজ বৃষ্টিভেজা স্বর।
চোখের ভেতর শান্ত দিঘি চোখ,
রঞ্জাবতী দীর্ঘজীবী হোক।
রঞ্জাবতীর ছোট্ট একটা ঘর,
হলুদ ফুল আর সবুজ ঘাঁসের পর।
বাড়ির ভেতর মস্ত গড়ের মাঠ,
রঞ্জাবতীর শেগুন গাছের খাট।
লজ্জা খোঁজে সবুজ রঙের বাতি,
সকাল সন্ধে নিত্য আঁতিপাঁতি।
খুঁজতে থাকে দূতাবাসি খাম,
থাকবে লেখা রঞ্জাবতীর নাম।
তবুও ওড়ে ভীষণ রকম ঝড়,
হেডফোনে রোজ বৃষ্টিভেজা স্বর।
চোখের ভেতর শান্ত দিঘি চোখ,
রঞ্জাবতী দীর্ঘজীবী হোক।
No comments:
Post a Comment