Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ মারইয়াম মনিকা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  মারইয়াম মনিকা   

প্রহসনের জল রং         

দীর্ঘ দেহে রাত্রি নামে বালি-ঘরের ভগ্নস্তূপে
প্রেমহীন  মৃত-শরীরে খেলে যায় প্রহসনের জল রং
দ্যাখো, সমস্ত যৌবন ঘুমিয়েছিলো দুঃস্বপ্নের মাঝে
আমার ঘুম ভাঙেনি কোন মধ্যরাতে সকালে অথবা দূপুরে
অনুভূতির দগ্ধ ডানায় কখনো বয়ে যায়নি রোমাঞ্চিত ঝর্ণাধারা।

প্রেম দেবতা কিংবা খুনির রক্তাক্ত হাত আমাকে ছুঁয়ে দেখেনি
কোন চোখের চাহনিতে ভেঙে-চূরে মরে যাইনি
ঘ্রাণময় ফুলের সুঘ্রাণ বাতাসে পাইনি কখনো
কেবলি পেয়েছি নাকের ভেতর ঝাঁঝালো  মাংসের গন্ধ!

ফেরারি পাখির মতো উড়ে বেড়ায় সূর্য
প্রহসনের জল রঙে ঢেকে যায় ঝলমলে রৌদ্রলোক
ক্ষুধা তৃষ্ণা পরিত্যক্ত জীবন-যৌবন
অন্ধকার মাঠে পড়ে থাকে শুধু নিষ্ফল আক্রোশে!

জানালায় জমে থাকা শিশিরের কান্না
যেন আমার চোখের জলের সহোদর
আমার দুটি পা প্রতিক্ষায় দাঁড়ানো বৃদ্ধ অশ্ব
দ্যোতনাহীন আটপৌরে জীবন যেন শূন্যের আলোক মিত্র।
    
 

No comments:

Post a Comment