নির্লজ্জতা
অন্ধকার ভেদ করছে তীব্র তির
সে আলো না শব্দের শাসানি
মোহময় দূরত্বে অলৌকিক ম্যাজিক
ইন্দ্রধনু বেজে ওঠে চরাচর কাঁপে
মহাশূন্যে লাট খায় যাবতীয় শিল্প
অনুরাগসদৃশ আবর্তন মেখে নেয়
নক্ষত্রের রাত, এরপর গভীর
কম্পন নিয়ে জেগে উঠবে দিন।
আলোর মালা গলায় পৃথিবী
এইবার নৃত্য শুরু করবে ;
বেহদ্দ বাজার থেকে যে গন্ধ
উঠে আসে অহরহ, তাকেও
সহ্যের আয়ত্তে আনে মধ্যাহ্নদিন
অপরাহ্ণ তার পাশে নির্লজ্জ শুয়ে পড়ে।
আন্তরিক ধন্যবাদ আর অভিবাদন জানাই
ReplyDelete