Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ বিকাশ চন্দ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  বিকাশ চন্দ     

হৃদয়ে যখন ফসলের ডাক

ভালোই বোঝা যাচ্ছে ঋতু সংকেত এখনো মধ্যরাতে---
পোড়া মাঠের ক্ষিধে ঘুমোচ্ছে ঠাণ্ডায়,
রাজপথ জনপদ দেখে চাঁদের চাঁদোয়া ---
মিট মিট গ্রহ জানে থমকে থাকে নক্ষত্র পলক,
রিক্ততার ভয়ে মাঠে ফসলে বীজে অঙ্কুরে কলরব---
অজস্র অক্ষর ছবি জীবন্ত পোট্রের্ট পথে পথে। 

ট্রাক্টর গরুর গাড়ি পায়ে পায়ে প্রতিদিন ---
রাত ভোর হলেই আবার সেই সূর্যোদয়ের পথে,
সপ্তাশ্ব তেজের পথে অবক্ষয়ের কালোছায়া ---
সুভদ্র বচন আনন্দ কলরব থমকে মিথ্যাচারে,
নদী জানে গাছ জানে অসহায় হেমন্তের ভোর জানে
সরল পাখিদের কলতান বোঝে জীবন আবহমান। 

আগামী সময়ের পথ জানে মানবিক ভালোবাসা---
মুখোশের আড়ালে থাকেনা কখনো ফুলেদের মুখ,
চোখের আলো জেগে থাকে জানে সমূহ অন্ধকার ---
অজস্র রক্ত চিহ্ন এঁকেছে পায়ের ছাপ হৃদয়ে যখন ফসলের ডাক। 

No comments:

Post a Comment