গণিত
জানলা দিয়ে বিশ্রামের রং দেখি।
মাঝে মাঝেই বৃষ্টি,পরক্ষণেই ঝলমলে।
এই তো সেদিন আমার পাশে ঝাঁ ঝাঁ
একটা দুপুর কেমন নিঃশ্বব্দে রাত্তির সাজালো।
আবার সাইকেলের ঘন্টি বাজিয়ে সকাল টা
সম্পূর্ণ ভিজে উঠে বলল ওর বড়ো শীত করছে।
একটু বিশ্রাম দরকার।
তোমরাও তো দেখলে হঠাৎ ই বিনা অভিযোগে
মোবাইলে ফেসবুকে সমস্ত খবরে আস্ত একটা ঘুম কেমন হেডলাইন হয়ে উঠলো,সেদিন
আমার বিশ্রাম রং বদলে চিৎকার করে উঠলো -
রান্নাঘরের আলো টা জ্বালিয়ে দাও।আমার গেরস্থালির কাজকর্ম এখনও
অনেক বাকি রয়ে গেছে । আজ খেয়াল হলো।আজই খেয়াল হলো।
বড়ো অগোছালো হয়ে আছে ঘর বাড়ি।সিঁড়ি ভাঙা অঙ্কগুলো এখনও মেলানো হয়নি।
No comments:
Post a Comment