Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ সোনালি বেগম

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সোনালি বেগম  

গভীরতর অসুখ

গভীরতর অসুখে অসীম শূন্যতা আশংকা
প্রবল ঝড় চূর্ণবিচূর্ণ হৃৎস্পন্দন সাহস সঞ্চয়
রাস্তাঘাটে রুক্ষ কথাবার্তায় বিজ্ঞাপন ধাক্কা
অবাধ্য কণ্ঠস্বর গল্পগুজব রহস্যময় হাসি শোনায়।
যন্ত্রচালিত ক্লান্তি অনুভব পিষ্ট অনুষঙ্গ
অপরাধবোধ নেই তার
          নেই কোনো ভয়ের সংকোচ।
মোবাইল-হ্যাকিং কম্পিউটার-হ্যাকিং তার প্রতিদিনের অভ্যাস
জানি না খোশ-মানুষ কীভাবে মুখোশ-মানুষ হয়!
পুলিশি তদন্ত অনিবার্য একটি ইতিহাস
সাইবার-ক্রাইমে পার পাবে না সে –––
                   নতুন সমাজ-সংস্কার দরকার।


No comments:

Post a Comment