Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ অণুগল্প ✪ কুমকুম বৈদ্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   কুমকুম বৈদ্য    

হেল্পার           

সীতাই ছিল খারাপ পাড়ার মেয়েমহিলা সমিতির কাজ করতে গিয়ে তার সাথে আলাপ মায়ের.সীতাইয়ের মা বেশ্যা ছিলসীতাইয়ের বিয়ে হয়েছিল হেবোর সাথেহেবোর মা  বেশ্য়া ছিলহেবো দিনে ভ্য়ান চালায়রাতে মেয়েছেলের দালালি করেদিন রাত আকন্ঠ ধেনো খেয়ে থাকেসীতাই আর হেবো বিয়ের পর ভদ্র বস্তিতে সংসার পেতেছিল,ওদরে একটা মেয়ে হলঅভাবের তাড়নায় সীতাই রাতে চলে যেত খারাপ পাড়ায়হেবো মাঝে মধ্যে খুব মদ গিলে আশে পাশে চারটে পাড়া চিৎকার করে জানিয়ে দিত তার মেয়ে বেজন্মা নয়সে হেন সীতাই আমাদের বাড়ি বহাল হল তোলা কাজ করার জন্য.মার শর্ত ছিল পরিচ্ছন্নতা বজায় রেখে কাজ করতে হবে

 সীতাই মাসের এক তারিখে তিরিশটা শ্যাম্পুর পাউচ কিনতআর ডেটল সাবানকনকনে শীতেও সীতাই ভোর পাঁচটায় সাবান শ্য়ম্পু দিয়ে পুকুরে চান করে আলাদা করে কাচা কাপড় পরে কাজে আসতকাজের পর ওই শাড়ি সাবান দিয়ে ধুয়ে মেলে দিয়ে তবে অন্য় কাজে যেত সেবলত অনেক জন্মের পুন্নির ফলদিদি আমারে কাজ দেচেসম্মানের কাজ.পবিত্র না হয়ে সে কাজ করা যাবেনি বাবাসীতাইয়ের মেয়ে ক্লাস এইট পর্য়ন্ত পড়ার পরে ভদ্র বাড়িতে বিয়ে দিতে পেরেছিল সীতাই . মার কাছে নাম সই আর পড়তে  শিখেছিল . ব্যাঙ্কের খাতায় সই করে প্রথম টাকা তুলে সীতাই ২০০ বাতাসা দিয়েছিল মার হাতে,প্রনামী.মা সেই বাতাসা দিয়ে তুলসী তলায় হরির লুট দিয়েছিলেনআমৃত্যু সীতাই মার হেল্পার ছিল.


2 comments: