Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ গৌতম রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   গৌতম রায়  

ঋকবেদ 

আমাদের ভেতরেও আছে কংসাবতী
বিস্তৃত ক্ষীরাই চর 
অনুশীলনে ফুটে থাকে অজস্র গাঁদা এস্টার 

ফুল তুমি মুগ্ধতায় এ পৃথিবীকে জোড়ার জন্যই
নিয়েছো নান্দনিক জনম

সাবধানী হতে হয়
অতিক্রান্ত যজ্ঞ সফরের পরিণামে
ফল মাটিকে স্পর্শ করলে
মাটিরও নবজন্ম হয়

নবজন্ম মানেতো বর্ধিত দায়িত্বে এগিয়ে যাওয়া অনুশীলনের দুকদম 

No comments:

Post a Comment