Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ সম্পাদকীয় নয় কিন্তু ✪ অভিজিৎ দাসকর্মকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  অভিজিৎ দাসকর্মকার  

সম্পাদকীয় নয় কিন্তু

আপনারা মল্ল সাহিত্য ই-পত্রিকার প্রথম সংখ্যা থেকে যারা এখনো অবধি লেখা দিয়ে পত্রিকাকে এগিয়ে নিয়ে যেতে পারার সাহস এবং প্রশ্রয় দিয়ে চলেছেন,তাদের সকলের কাছে অশেষ ভালোবাসা। আপনাদের এইভাবে পাশে থাকায় মল্ল সাহিত্য ই-পত্রিকা তৃতীয় বছরের জার্নিতে সরিক হলো। আমি সম্পাদনা করি এই ই-পত্রিকাটির,কিন্তু সবসময় বলি,কারণ বিশ্বাস করি, এই প্রয়াস শুধু আমার একার নয়,আমাদের সকলের। তাই ভালোবাসার সাথে সঙ্গে থাকুন। পড়তে থাকুন। ছড়াতে থাকুন নিজেদের লেখার লিংক শেয়ার করে।এতে আপনার লেখা সহ পত্রিকাটি ব্যপ্ত হোক প্রতিটি কোনায় ---

1 comment:

  1. অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই পরিবারকে ।

    ReplyDelete