বিয়াল্লিশের বেশ্যা হাওয়া
হাওয়াকে জিজ্ঞেস করো কেন
ছুটে আসে বিয়াল্লিশের বেশ্যা
হাওয়া...
তোমার পাশে সমস্ত রাত
যে নারী শুয়ে থাকে,
পাখি ডাকলেই কোথায় হারায়
সেই রক্তমাংসের আনন্দ শরীর
যাকে প্রতিরাতে শোনাতে চেয়েছিলে
ছাব্বিশ অপ্সরার গল্প।
আজ তার
আত্মহত্যার রাত ... প্রেম,রক্ত
ভালোবাসায় রেখে গেছে
এক মুঠো অভিমান
কখনো ভেবেছো
এত কষ্ট কেন হাওয়ায় ?
কোথায় সেই ক্ষতমুখ...
হাওয়াকে জিজ্ঞেস করো কেন
ছুটে আসে বিয়াল্লিশের বেশ্যা
হাওয়া...
তোমার পাশে সমস্ত রাত
যে নারী শুয়ে থাকে,
পাখি ডাকলেই কোথায় হারায়
সেই রক্তমাংসের আনন্দ শরীর
যাকে প্রতিরাতে শোনাতে চেয়েছিলে
ছাব্বিশ অপ্সরার গল্প।
আজ তার
আত্মহত্যার রাত ... প্রেম,রক্ত
ভালোবাসায় রেখে গেছে
এক মুঠো অভিমান
কখনো ভেবেছো
এত কষ্ট কেন হাওয়ায় ?
কোথায় সেই ক্ষতমুখ...
No comments:
Post a Comment