Wednesday 8 January 2020

বিকাশ চন্দ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৮-ম - তম প্রয়াস







শুক্লা চতুর্দশী লাল চাঁদে      বিকাশ চন্দ

বরফ গলছে অনবরত উপেক্ষা হীন    
যা কিছু ফলেছে বুক চিরে পাথরের দুই উষ্ণ শীর---
মাটির স্বর্গ খোঁজে পরমায়ু রঙের উৎসবে। 

কাঁটা তারে বাঁধা পড়েছে জীবন জমিন জরীপ, 
নিঃশব্দ ফুলেরা অকুতোভয় শুয়ে নৈবেদ্য থালায়----
ঐশ্বর্য জানে প্রাণের সহিষ্ণুতা লুকিয়ে বুদ্ধ যুঁইয়ের গন্ধে, 
অজানা ভবিষ্যত জানে প্রথম আলোফোটা ভোর। 

অরণ্য ঢেকেছে বরফ চাদরে অনির্দিষ্টকালের হাওয়ায়, 
এখনো আদর খোঁজে প্রেমময় প্রভাতি গান---
হিম শিখর খুলে দেয় দরদি বুক ফুলের বাসরে, 
মানবিক সৃষ্টি কথা শরীর সম্ভ্রম খোঁজে উষ্ণতা। 
ঘরোয়া জীবনের প্রাত্যহিক কষ্ট চেপে আছে গলায়---
তফাৎটা বোঝে বহু তলের অদূরে অস্থায়ী ত্রিপল সংসার, 
আগুন বরফ বৃষ্টি জানে ছাউনির উপর আশ্রয় হীন জোড়া শালিক। 

এক দেশ নিভৃত অহংকার কত রঙ খেলে অজ্ঞান সময়----
অনন্ত প্রেমের প্রয়াস চতুর্দশী লাল চাঁদে। 

No comments:

Post a Comment