Monday, 13 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৩-তম প্রয়াস
















পাখি রঙের আকাশ ----- ১৩        হরিৎ বন্দ্যোপাধ্যায়

চোখের সামনে দিয়ে দলবেঁধে চলে গেলে মনে হয় কারা যেন দূরপ্রদেশে হারিয়ে গেল। এতদিন সফল সমীকরণের গতিবিধিই আমরা ঠিক বুঝে উঠতে পারি নি। দলবেঁধে ছিল তারা নিজস্ব প্রপাতে। আমাদের সঙ্গীতেও সহযোগী ছিল তারা। তবুও আমাদের অমনোযোগিতায় তারা উৎসাহ হারাল ভবিষ্যৎ প্রজন্মের বীজ রোপণে। সহজ সরস মাটির প্রাণবিন্দুই আজ নিখোঁজ। ভারসাম্যহীনতার প্রশ্নে আজ আমরা বিচলিত। বুঝতে পারি আমাদের চারপাশ ফাঁকা হয়ে যাচ্ছে।

No comments:

Post a Comment