Tuesday 28 January 2020

অনসূয়া চন্দ্র

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৮-তম প্রয়াস












প্রেম  অনসূয়া চন্দ্র

বাথটবের জলে পা দিতেই  পা টা ছ‍্যাঁক করে উঠল ইতির। গরম জলটা বেশি হয়ে গেছে।আবার কল ঘুরিয়ে ও ঠাণ্ডা-গরম জলের সমানুপাত স্থির করল। আলতো করে শরীরটাকে জলে ভাসিয়ে দিল।এমন সময় কত চিন্তা, চেতনার ছেঁড়া পিঠে হেম সেলাই দিতে থাকে।কখনো ছোটবেলার সেই রাজকন‍্যের দুধসাগরে স্নান মনে পড়ে আবার কখনও এই জলেই ডুবে যেতে ইচ্ছে করে,কখনো মহাসাগর দেখে দু চোখে।
কলিং বেল বাজল।"কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি ,কী করছিলে?"
"স্নান"
"এই শীতে এতবার স্নান কর কী করে!গা টাও মোছনা নাকি!"
ইতি মৃদু হাসল।
এই যে চুল বেয়ে সারা শরীরে জল নেমে আসে,আমার কেমন জানি প্রেম প্রেম লাগে।কাউকে বলেনি সে।

No comments:

Post a Comment