Tuesday, 14 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৪-তম প্রয়াস















পাখি রঙের আকাশ ----- ১৪            হরিৎ বন্দ্যোপাধ্যায়

যেতে যেতে কত কিছু ভেঙে ফেলি। কত কিছু ভেঙে ভেঙে যায়। ভেঙে ভেঙে দেয় কত কিছু। বাঁচিয়ে বাঁচিয়ে কিছু কিছু থাকে। প্রশ্ন উড়ে আসে কত। এ যেন ঝড়ের বুকে কুটো ফেলে দেখে নেওয়া কতখানি গান আছে শিকড়ে শিকড়ে। পথে পথে পথরেখা কোন কথা বলে ? আগুন আগুন কথা একটানা কত পথ হেঁটে যেতে পারে ? উত্তর মনগড়া হলে ভেঙে যায় আরও কিছু কিছু। থাকে শুধু একতারা একটানা গান গেয়ে গেয়ে। এই গান কেউ নয়, আমি তার পরতে পরতে। শুরু থেকে চাপিয়েছি কত কত রঙ। যে রঙ আমার নয়, আমার বলার মতো নেই অধিকার ------ চমক দিতেই শুধু মাখিয়েছি গায়ে। সবটুকু ঝরে গেছে সকালে বিকালে। সব ধরা পড়ে গেছে যতখানি ছিল অভিনয়। পড়ে আছে শুধু হাড়গুলি যেমনটি খুব ভোরে পা রেখেছি খালি গায়ে ভেজা মাটিতে।

No comments:

Post a Comment