Wednesday 29 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৯-তম প্রয়াস













পাখি রঙের আকাশ ------ ২৯    হরিৎ বন্দ্যোপাধ্যায়

পাখিই তো একটা গোটা আকাশ। আমি পাখি দেখে আকাশ দেখি। পাখি দেখতে দেখতে একটা গোটা আকাশ চোখের সামনে ছড়িয়ে পড়ে। পথে পা দিলেই তো দেশ। পথে পা দিলেই তো আকাশ। এগিয়ে চলে পথ। রঙ বদলে বদলে যায়। আমারই রঙ আমার মতো করে কেউ যেন রঙিন হয়ে যায়। চিনতে পারি ------ আমিই তো পাখি। সারাটা দিন আকাশ দেখি। আকাশ আমায় উড়িয়ে নিয়ে যায়। চোখ খুললেই পাখি। কোনো প্রস্তুতি নেই, হঠাৎ করেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি নিরুদ্দেশের দেশে।




No comments:

Post a Comment