Saturday, 18 January 2020

শ্যামল অধিকারী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৮-তম প্রয়াস


স্বার্থের ভালোবাসা        শ্যামল অধিকারী

বেনিয়াসহকলার রঙে লজ্জিত হৃদয়,
প্রেম সুন্দরী সুনামী হয়ে বারে বারে রঙ পরিবর্তন করে ।
সাহারা মরুভূমি হয়ে ওঠে ভালোবাসা,
দোদূল্যমান তারারা মিটিমিটি করে ওই নীল আকাশের বুকে।
নীরব মনে স্বপ্নের ঘোরে জালাই ভালোবাসার সাঁঝবাতি,
বিভীষিকাময় আগুন হয়েছে স্বপ্নের জ্বালামুখি।।
বিভীষিকাময় তুফান দিয়েছে ভালোবাসায় অশনি সংকেত,
স্বার্থের ভালোবাসা আজ হয়েছে পর্নমোচী বৃক্ষ।
স্বার্থের ভালোবাসা আজ হয়েছে বিষবৃক্ষ।
স্বার্থের ভালোবাসা আজ সব হারিয়ে হয়েছে‌ বোধি বৃক্ষ।

No comments:

Post a Comment