Thursday 9 January 2020

গৌতম কুমার গুপ্ত

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৯ম- তম প্রয়াস












বিশৃংখল   গৌতম কুমার গুপ্ত

অন্যমনস্ক হতে চাই অযত্নশীলও
দ্বিধা দিয়ে বলতে চাই তুমুল দ্বন্দ্ব
ইতস্ততঃ রেখে যেতে চাই ছাইপাঁশ

চুলের আঁচড়ে আগোছালো বাগান
মুখে অ-রসালাপ বেহদ গালাগাল
আঙুলে কলহের কিচকিচি বেখেয়াল ক্লাসিক

চোখে ক্রূরতা হাসি শান ফেলেছি দৃষ্টিতে
শ্যেন হয়ে ব্যর্থ ছোঁয়ের শিকারে তাই
আমি তো তেমন তীরন্দাজ নই 

লন্ডভন্ড করি ফুলের প্যারাগ্রাফ
গাছেদের ক্লোরোফিলে ঢিল ছুঁড়ি
শিকড়ে বাঁধি নি সতর্কতা কোন আজ

এলোমেলো আকাশে অজস্র মুখের হিজিবিজি
তারা হয়ে ফুটে আছে আমারও অশ্লীল কবন্ধ

No comments:

Post a Comment