Wednesday 22 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২২-তম প্রয়াস












পাখি রঙের আকাশ ----- ২২    হরিৎ বন্দ্যোপাধ্যায়

আমরা সবাই উড়ি। জানলা দিয়ে আকাশ দেখলে উড়ি। পথের ওপর পা দাঁড়ালে উড়ি। নদীর কাছে জলের গল্প শুনলে উড়ি। তারপর উড়তে উড়তে উড়তে উড়তে যখন জল হয়ে যাই তখন আমাদের গল্পগুলো উড়তে থাকে। সেইসব গল্পের তো নিজস্ব ডানা আছে তাই তারা বাতাসের ওপর নির্ভর করে না। নিজস্ব ডানার গল্প স্বাধীন বাক্যবন্ধে কথা বলে। আশপাশের ধার করা ডানার গল্পগুলো কী ভীষণ ভারি। তারা কোথায় নিয়ে যায় ? তারা তো ডানাতেই থাকে তাই তাদের তো আর ওড়া হয় না।



No comments:

Post a Comment