Tuesday 21 January 2020

শোভন মণ্ডল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২১-তম প্রয়াস

যা সব নেই   শোভন মণ্ডল

প্রবল উদ্বেগের মধ্যে নিকোটিনের গন্ধ ছড়ায়
বেরঙ হতে হতে বেরিয়ে পড়ে আঙুলের ক্ষত
যে শুধু আমাকে ছুঁয়ে গেছে প্রেমের অছিলায়
সেও একবার তাকিয়ে দেখেছে ফেলে যাওয়া ছায়ার আঁচড়
আমাকে নামিয়ে এনেছে সেই সব পথে
যেখানে শুধু ছড়ানো ছিটানো কমা আর ফুলস্টপ
সামান্য দূরত্বে খেলা করে পুরনো পায়রার দল
পাঁচিলে লেখা আছে আধিপত্যের সেই সব নাম

আমার তো কোনো সুযোগ ছিলনা কখনো
আমার কোনো হারতে হারতে জেতার গল্প নেই



No comments:

Post a Comment