Tuesday, 14 January 2020

বন্যা ব্যানার্জী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৪-তম প্রয়াস












শীতের চিঠি    বন্যা ব্যানার্জী

শীতের আদরে চাদর বেছানো মাঠ
কফির চুমুকে আবেশিত পিকনিক
হটাৎ চমকে চার চোখ আজও মেলে
দূরে বাঁশি বাজে শব্দেরা ঝিকঝিক।

পৌষ রোদেতে শীতের নকশী কাঁথা
সব গল্পেরই থাকে রাজা এক রাণী
তাদের ছিল আঁকা বাঁকা এক নদী
মলাট বিহীন শেষের কবিতা খানি।।

No comments:

Post a Comment