Friday, 31 January 2020

চিরঞ্জিৎ বৈরাগী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস












সঠিক উদঘাটন চাই    চিরঞ্জিৎ বৈরাগী

সোশ্যাল মিডিয়ার পাতা ওল্টানো মূর্তিরা,
হাপরের জ্বলন্ত চিতায় জাত চেনায়।
পর্দায় মুখোশের ছবি ফোটে কুয়াশার অন্তরালে।
বসন্তের রঙে একে একে স্মৃতির পাতায় লাভাগঠিত মালভূমি....
তিন কালের কঠিন-কোমল সুখ-দুঃখের ভাটিয়ালি গান শোনায়।
মায়ামৃগ হয়ে মহাভারতে বাস্তবতা ছুঁতে চায়।

কালপুরুষের গোপন গুহায় ব্রান্ডেড সম্ভার,
সমাজ-দেশ শাসনের নামে পুঁথি-পুত্র ছিঁড়ে ফেলে।
কত শত কঙ্কালে প্রত্নতাত্ত্বিক গবেষণা...
সত্যের নামে আজও প্রহসন!
নেতাজী নয়...
তাঁর আত্মারায় চাই সঠিক উদঘাটন! 

No comments:

Post a Comment