মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস
ইচ্ছারা আজ মৌসুমী রায়
ইচ্ছারা আজ মৌসুমী রায়
ফিরে যাওয়ার আগে কি ভেবে
কাঁধের কাছে চুম্বন এঁকে গেলে...
আমিও ভেসে গেলাম অশ্রুজলে।
শরীরে বন্দী রয়ে গেলো কিছু ইচ্ছেরা
আজ আবার নিম্নচাপের দিন
সবই সবুজ রঙিন কিন্তু উষ্ণতাহীন।
ভিজে কামিনীর গন্ধেও শরীর নিষ্পাপ
বৃষ্টি ছুঁয়ে যাচ্ছে গ্রীবা কোমর জঙ্ঘা...
শূন্যতায় পূর্ণ জীবন তবু মুখে অহং এর ছাপ।
আমার ভগ্ন হৃদয় কোথাও শান্তি খুঁজে পায়না
আমার ঘরে বর্ষা থাকুক
রুক্ষতা আমায় বেশি মানায়না।
No comments:
Post a Comment