Friday 31 January 2020

মধুমিতা বসু সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস












হৃদি ভেসে যায়...     মধুমিতা বসু সরকার

তোর দুটি চোখ অনেক কথা বলে ফেলে,
তোর হাসিতে প্রজাপতি
পাখনা  মেলে,
তোর চোখের চাওয়ায় অনেক পাওয়া মিলে মিশে,
আসছি বলে আসেনা কেউ কাছে পিঠে,
তবু দিনের শেষে একটি বারও ছোঁয়ার আশায়,
নিরুদ্বেগে বসে থাকি শীতল হাওয়ায়,,
তুই এলিনা, আসবি কবে বলবি আমায়,,??
তোর আসার আশায় দিবস যে মোর বিবশ প্রায়।।
কথার পাহাড় জমিয়ে আমি জীবন কে তাই বাসছি ভাল,,,
তোর চোখের কাজল ধেবড়ে গেলে সন্ধ্যা নামে,
দিন কেটে যায় অবহেলার নিশিযামে।
দুজন মিলে জল ছু্ঁই ছুঁই খেলার সামিল,
তোর মনের সাথে আছে কি মোর মনের ও মিল?
থাকত যদি আমার ডাকে সাড়া দিতিস,
বুকের পাশের বাঁদিক টা ছুঁতে দিতিস,
তোর হৃদয়ের বাঁদিকে আজ রক্ত ক্ষরণ,
আমি বেবাক একলা খুঁজি কোথায় আমার
জীবন মরন।।

No comments:

Post a Comment