মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস
ফেসবুকে শাবলু শাহাবউদ্দিন
যায় চলে দিন আমার যায় চলে মাস
ফেসবুকে কাটিয়েছি আমি বার মাস
লাভ নাই লস নাই, নাই কোন ক্ষতি
এভাবেই হারিয়েছি সময়ের গতি
লাইক কমেন্ট আর চ্যাটিংয়ের তালে
সব কিছু হারিয়েছি শেষ বিকেলে ।
কেহ্ গড়ে ফেসবুকে নতুন জীবন
আয় আর রোজগারে ফিরে পায় মন
কেহ্ করে জীবন টা তামাতামা
কেহ্ হয় ফেসবুক হাজার মামা ।
সমাজ আর সামাজিক হয় যোগাযোগ
কেহ্ বলে ফেসবুকে আছে কত রোগ
স্বামী আর স্ত্রীর হয় না মিলন
ফেসবুকে আছে তাদের কত আপন জন ।
ছেলে মেয়ের পড়াশোনা হয় না তেমন
ফেসবুকের কারণে বৃথা হবে ছাত্রজীবন
সাবধানে চল মন বিপদ আসে যে কখন ।
No comments:
Post a Comment