Sunday, 26 January 2020

রবিবারের কথা

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৬-তম প্রয়াস

আজ বরিবারের কথায় পড়বো শীলা সিনহার প্রথম প্রকাশিত কবিতা এবং অনুভূতি। 














1) তার লেখা প্রথম প্রকাশিত কবিতা।   

 প্রথম প্রকাশিত কবিতা -" অবলা নারী "
 পত্রিকার নাম -" অতসী " 

2) প্রথম প্রকাশের অনুভূতি 

কবিতা লিখতাম মনের খেয়ালে তা যে কোনো দিন পত্রিকায় বেরুবে ভাবিনি। এক বন্ধুর প্রচেষ্টায় একদিন তাও সম্ভব হোলো। একইসাথে কয়েকটি পত্রিকায় কবিতা দিয়েছিলাম, এক এক করে সবগুলোই প্রকাশ  হয়েছিল। প্রথম যেদিন " অতসী " পত্রিকাটি হাতে পেলাম সেদিন এক দারুণ অনুভূতির সঞ্চার হয়েছিল এবং আরও অনেক বেশি করে লেখার অনুপ্রেরণা লাভ করেছিলাম। খুব আনন্দ হয়েছিল। এখন আরও অনেক লিখে এগিয়ে যেতে চাই।

শীলা সিনহার কবিতা...

অবলা নারী 

মাটির পুতুল নই গো আমি, 
নই কো তেমন দামী,  
সবার সাথে পথ চলতে
জানি, আমিও জানি। 

সস্তা কাঁচের পুতুল ভেবে
কোরো নাকো খেলা, 
প্রয়োজনে ফুটবো হাতে
বুঝবে বিষের জ্বালা। 

ভেবোনা রাতের অন্ধকারে
নিস্তবতা ভঙ্গ করে, 
আসবে কাছে, সকাল হোলেই
খোলস ছেড়ে বেরিয়ে এসে 
ফেলবে ছুঁড়ে আস্তাকুঁড়ে। 

আমি গড়তেও পারি, ভাঙতেও পারি,
আবার নিমেষে জ্বলে উঠতেও পারি। 
রৌদ্র-প্রখর ধরনীর বুকে, 
আনন্দ ধারায় ঝরতেও পারি, 
আমায় ভেবোনা অবলা নারী

No comments:

Post a Comment