মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৩১-তম প্রয়াস
সংগম শোভন মণ্ডল
এখনো সব গল্প সে রকম নয়
চোখের সামনে ভেসে ওঠে বরফের পাহাড়
গোপন চোখের নিচে হিমশৈল লুকোচুরি খেলে
প্যালেটে ডোবানো তুলি শরীর ছোঁয়
বোতাম খুলে যায় আদরে
যে মেয়েরা রঙ মেখে দাঁড়িয়ে থাকে রাস্তায় কিংবা গলির দু'ধারে
তারাও স্বপ্ন দেখে
একদিন তাদের ' প্রকৃত সংগম’ হবে
সংগম শোভন মণ্ডল
এখনো সব গল্প সে রকম নয়
চোখের সামনে ভেসে ওঠে বরফের পাহাড়
গোপন চোখের নিচে হিমশৈল লুকোচুরি খেলে
প্যালেটে ডোবানো তুলি শরীর ছোঁয়
বোতাম খুলে যায় আদরে
যে মেয়েরা রঙ মেখে দাঁড়িয়ে থাকে রাস্তায় কিংবা গলির দু'ধারে
তারাও স্বপ্ন দেখে
একদিন তাদের ' প্রকৃত সংগম’ হবে
No comments:
Post a Comment