মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৯ম- তম প্রয়াস
আকাশ প্রদীপ নাসির ওয়াদেন
জ্বলি রাতে রঙিন কাগজ ঘিরে রাখে
দুমুঠো উঠোন জুড়ে থাকা প্রিয় আলো
আদর বিলোই তাকে চারহাত জুড়ে
পাকা ধানে মই, নিঝুম একাকী
আলো আলোকবর্ষে মেশে এই পথে
নির্মল নিশানা আনে অপার সৌন্দর্য
প্রদীপ তলে জ্বলে অবুঝ ভালবাসা
স্বর্গেও ধান ভানে ঢেঁকি
তোমার শরীর কত রূপ, কত রঙে
হৃদয়ে হৃদয়ে ঝরা আলোর বন্যা
যে আকাশ জুড়ে বিশ্বাসের সেতু
ভাঙবে,তবু মচকাবে না, স্মৃতি
কত আলো, কী ধুমল বাতাসি গন্ধ
আলোর সুরে অহমিকা পুড়ে ছাই
বহু যুগ ধরে জ্বলে যে বিশ্বাসশিখা
আকাশ প্রদীপ জ্বলো, ছড়াক্ দ্যুতি
আকাশ প্রদীপ নাসির ওয়াদেন
জ্বলি রাতে রঙিন কাগজ ঘিরে রাখে
দুমুঠো উঠোন জুড়ে থাকা প্রিয় আলো
আদর বিলোই তাকে চারহাত জুড়ে
পাকা ধানে মই, নিঝুম একাকী
আলো আলোকবর্ষে মেশে এই পথে
নির্মল নিশানা আনে অপার সৌন্দর্য
প্রদীপ তলে জ্বলে অবুঝ ভালবাসা
স্বর্গেও ধান ভানে ঢেঁকি
তোমার শরীর কত রূপ, কত রঙে
হৃদয়ে হৃদয়ে ঝরা আলোর বন্যা
যে আকাশ জুড়ে বিশ্বাসের সেতু
ভাঙবে,তবু মচকাবে না, স্মৃতি
কত আলো, কী ধুমল বাতাসি গন্ধ
আলোর সুরে অহমিকা পুড়ে ছাই
বহু যুগ ধরে জ্বলে যে বিশ্বাসশিখা
আকাশ প্রদীপ জ্বলো, ছড়াক্ দ্যুতি
No comments:
Post a Comment