মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৯ম- তম প্রয়াস
হাইকু সুলেখা সরকার
হাইকু সুলেখা সরকার
(১)
শিশিরে তুমি
যে ছবি এঁকে দিলে
তা দৃষ্টিহীন।
(২)
এই শরীরে
ডালপালা রেখেছো
বিদগ্ধ আমি।
(৩)
এসো বারুদ
পুড়িয়ে দাও প্রেম
শূন্যতা থাক।
(৪)
যুগলবন্দী
শর্তবিহীন রাত
লজ্জা লাগছে।
(৫)
এ দীর্ঘশ্বাস
কার্ণিশে বসে থাকা
স্ত্রী-আলো, চাঁদ।
(৬)
নাও এ গন্ধ
সঙ্গমের ভেতর
পুড়ুক তারা।
(৭)
কিছুটা বৃষ্টি
চোখে ভরে নিতেই
কাক হাসলো।
(৮)
তোমার স্পর্শ
আর কিছুটা নুন
ঋণ আমার।
(৯)
শহুরে হয়ে
জেগে থাকে যে রাত
সে অসহায়।
(১০)
বানিজ্যে যাব
লাল মেঘের কাঁধে
ঈশ্বর-প্রেম।
No comments:
Post a Comment