মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২১-তম প্রয়াস
পোড়ার আগের ফুটেজে সোনালী মন্ডল আইচ
ভীষণ প্রলাপ অসীম আহ্নিক গতিতে
ছুটেছিল কথারা একেবারে উদলা
ছোট্ট পাখি এসে ওদের বলে "কিছু হবে"
কড়িকাঠ অপলক তাকিয়ে ছিল বিস্ময়ে
শেষ টানে ফিলটার তাপটুকু দিয়ে শুয়ে পড়ে
ছাইদানির ছাইয়ে তারপর দুই তিন ও ক্রমে সব্বার মুখে একই কথা "কিছু হবে"
রৌরোব অপেক্ষা তুমুল তর্ক শেষে নিজেরা
আগুন লাগালো একে অন্যের ঘরে
তারপর ছাই রঙের অনিত্য দাগ ...
No comments:
Post a Comment