Wednesday 29 January 2020

মায়িশা তাসনিম ইসলাম

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৯-তম প্রয়াস












দ্যা অ্যাগনস্টিক ১০-- পেন্টাগ্রাম     মায়িশা তাসনিম ইসলাম

যত্ন এসেছিলো আরো দু সপ্তাহ আগে। পুরান ঘরে রসদ নাই। ফিরে যাওয়া পা ও হাটুতে মোচড়ানো সুন্দর দোযখ। কালামে বিশ্বাসী যত্ন, ব্ল্যাক ম্যাজিকের মানচিত্রে দেখে আমার আপন (!) মাকে। কলিকাল এক বছর বেশি হতে পারে তাই যত্নের কানে মন্ত্র, মায়ের ভাঙাচোড়া শরীরে কাছে বসুক, ক্লাস টু এ পড়া ভাইটার ড্রইং খাতাটায় একটা ফুলের মত পেন্টাগ্রাম! ছেয়ে যাক অসৎ আঙুলের বিশ্বস্ততায়

আমার এক চিমটি দেওয়া মনের ভাবে বসে ক্লাসিজিম। পিতার ঘুম পাপড়িতে নড়চড়, সামষ্টিক অর্থনীতি কিংবা কবিতার মাইনে।

পুনশ্চ: চন্দ্রতাড়িত নৈঃসঙ্গ

No comments:

Post a Comment