Thursday 23 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৩-তম প্রয়াস














পাখি রঙের আকাশ ----- ২৩    হরিৎ বন্দ্যোপাধ্যায়

এক একদিন খুব ইচ্ছা করে শুধু বৃষ্টিকথাই তোমাকে বলি। বাসে যেতে যেতে তোমার স্টপেজে নেমে তোমাকে অন্তত বলে যাই। চা দোকান থেকে বেরিয়ে থাকা একটুকরো চালায় কুকুরের গোটানো শরীর। এক ছাতায় দুটো মাথার সহজ সমীকরণ। টিফিনবেলায় স্কুলবাড়িতে পায়ে পায়ে জলখেলা। এসবই আমার ভেতর আলো হয়ে থাকে। গভীর রাতের পথ সারারাত একাকী ভিজে যায়। ভাঙা ভাঙা আলো এসে পড়ে তার গায়ে। এমন একা কোনো মানুষকেও আমি কোনোদিন দেখি নি। একা হলে একা হয়ে যাই। জানলা খুলি, দেখি বাইরে তখনও মুষলধারায় বৃষ্টি হয়ে চলেছে।

1 comment:

  1. সুরাইয়া আক্তার23 January 2020 at 22:41

    এটা কী? গল্প না ছড়া?

    ReplyDelete