Sunday 25 September 2022

চিঠির কথা || মিতা চক্রবর্তী

                                        মিতা চক্রবর্তী 


সুপ্রিয় সুদর্শন


কেমন আছো! ভালো থাকবে এটাই চির প্রত্যাশা।


ভালোবাসার সোনালি সময় কি আমাদের কেটে গ্যাছে,সুদর্শন?জীবন নদীতে আজ শুধুই বেদনার সাম্পান।খই ফোঁটা অজস্র কথা নিয়ে কাটানো সন্ধ্যা কেমন দিশেহারা -মূক- বধির!তন্ময় চোখে উদাস দুপুরে তাকিয়ে দেখি বাসনার ভূমিতে নীল শূন্যতা।স্নিগ্ধ প্রেমের আর্শিতে অনিশ্চিত প্রহর!

চেয়ে দ্যাখো- তুলোর মেঘে ভেসে যাওয়া আর্দ্র রজনীতে ঝরছে ব্যর্থতার আরক।কত শত দেবদারু রাত এখন শুধুই স্মৃতির ফ্রেমে বন্দী।
ভাষা হারা ক্লান্ত পথিক আজ উদভ্রান্ত! পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা কি কেবলই নির্বোধ পুতুল?অন্তর থেকে হামেশাই লুট হচ্ছে জীবনের স্বপ্নময় প্রত্যাশা!নিজের চোখকে বিশ্বাস হয় না একদম।একই জীবনে এতোটা রদবদল? নিশ্চিহ্ন হবে কি জীবনের বেলাভূমি থেকে সমস্ত আশা?তুমি কি তবুও নিশ্চুপ -নির্বিকার থাকবে,সুদর্শন?

তবে তাই হোক--
ভেঙে যাক মায়ার বাঁধন- হারিয়ে যাক অমলিন প্রেম।বিলীন হোক হৃদয়ের ভেতরে হৃদয়ের অস্তিত্ব -অবসান হোক নাট্যশালার নিখুঁত অভিনয় -ফিরে যাই নিরেট বাস্তবতায়।যা সত্য-যা সুনিশ্চিত -উদীয়মান সূর্যের মতো-তাই সহাবস্থান করুক আমাদের জীবনে। 
ভরা জ্যোৎস্না না হয় নাই পেলাম-গহীন আঁধারে পরাজিত প্রেম একটা আশ্রয় ঠিক খুঁজে নেবে সুদর্শন!তবুও অবসান হোক মরীচিকা নিয়ে এ মিথ্যে মিথ্যে খেলা।
খুব ভালো থেকো জীবনের বাকিটা সময়। 
                                        
                                                 তোমার অনামিকা


No comments:

Post a Comment