Sunday 25 September 2022

অসমিয়া কবিতা মালা || রুমী লস্কর বরা


        
                                                                        রুমী লস্কর বরা




তোমাক লগ পোৱাৰে পৰা 

তোমাক লগ নোপোৱা হ’লে 
বুজিকে নাপালোঁহেতেন 
প্ৰেমৰ বাবে কোনো কাল নাথাকে 
নাথাকে কোনো ব্যাকৰণ 

তোমাক লগ নোপোৱাহ’লে 
কেনেকৈ জানিলোহেঁতেন 
জীৱন নৈৰ সোঁত 
উভতিও ব’ব পাৰে ৷

মনৰ নিজানত বাৰমাহে 
ব’হাগে হাঁহে 
মনাকাশত অবিৰত 
ৰামধেনু জিলিকে 
আৱতৰত ময়ুৰে পেখম ধৰে ৷

তোমাক লগ পোৱাৰে পৰা
(মোৰ ) বুকুৰ বাগিছাত 
এন্ধাৰৰ প্ৰৱেশ নিষেধ 
য’ত তোমাৰ বজ্ৰ পদক্ষেপ ৷

অবিৰাম ৰ’দে খেলে 
জোনাকে হাঁহে 
তুমি যে দিলা জীয়াই 
থকাৰ দুৰ্বাৰ শক্তি 
শিকালা গৰলকো 
হাঁহি হাঁহি পিব পৰা গুপুত মন্ত্ৰ
দুহাতত তুলি দিলা বজ্ৰাস্ত ৷

তোমাৰ আগমনেই বুজাই আছে 
এখনেই নৈ আছে 
আছে এখনেই সাগৰ কিম্বা 
মহাসাগৰ 
যাৰ পকনীয়াত পৰাৰ
মাদকতা আছে ৷

যাৰ অভেদ্য গভীৰতাৰ আছে 
অনন্য আমেজ ,
তুমি ন’হা হ’লে কেনেকৈ বুজিলোহেতেন ?
প্ৰকৃতিৰো আছে সীমাবদ্ধতা 
কাৰণ ,,,
(মোৰ ) মনৰ প্ৰকৃতিত 
শৰৎ ,বসন্তৰ খলকনি 
সমাহাৰ ,সমাগম 
বৃন্দাবন 
নন্দনকানন
য’ত আজীৱন 
তোমাৰেই অৱস্থিতি ৷




3 comments:

  1. অতি সুন্দৰ হৈছে দেই ।অনুপম ।

    ReplyDelete
  2. বহুত ধুনীয়া। বাংলাত প্রয়াস কৰিলোঁ

    ReplyDelete
  3. তোমাকে দেখার পর থেকে

    তোমার দেখা না পেলে
    বুঝতেই পারতাম না
    প্রেমের কোনো সময় থাকে না
    থাকে না কোনো ব্যাকরণ

    তোমার দেখা না পেলে
    কিভাবে জানতাম
    জীবন নদীর স্রোত
    উল্টোদিকেও বইতে পারে

    মনের নিভৃত কোণে
    বারোমাস বৈশাখ হাসে
    মন আকাশে অগণন
    রামধনু ওঠে
    অসময়ে ময়ূর পেখম মেলে

    তোমাকে দেখা পাওয়ার পর থেকে
    আমার হৃদয়ের বাগানে
    আঁধারের প্রবেশ নিষিদ্ধ
    যেখানে তোমার বজ্র পদক্ষেপ

    অবিরাম রৌদ্র নাচে
    জ্যোৎস্না হাসে
    তুমি যে দিলে বেঁচে থাকার
    দুর্বার শক্তি দুর্বার শক্তি
    শেখালে বিষকেও
    হেসে হেসে পান করতে পারার
    গোপনমন্ত্র
    দু'হাতে তুলে দিলে বজ্র অস্ত্র

    তোমার আগমনই বুঝিয়ে দিয়েছে
    একটিই নদী ছিল
    ছিল একটিই সাগর অথবা
    মহাসাগর
    যার চোরাস্রোতে ডুবে যাওয়ার
    মাদকতা আছে
    যার অভেদ্য গভীরতায় আছে
    অনন্য আমেজ
    তুমি না থাকলে কিভাবে বুঝতে পারতাম
    প্রকৃতিরও আছে সীমাবদ্ধতা
    কারণ...
    আমার মনের প্রকৃতিতে
    শরৎ বসন্তের লহর
    সমাহার সমাগম
    বৃন্দাবন
    নন্দনকানন
    যত আজীবন
    তোমারই অবস্থিতিতে।

    ReplyDelete