Sunday, 25 September 2022

কবিতার মালা || অরিন্দম চট্টোপাধ্যায়

                                                               অরিন্দম চট্টোপাধ্যায়  


গ্রাফিক্স        

                                                                                            
গ্রাফিক্স ডিজাইনের মতো নভোনীল মেঘ
অন্তস্থল থেকে নেমে আসে
ছাতিম ফুলের মতো যাবতীয় যন্ত্রণা বোধ 
তা নিয়ে নৌকার গলুই  ধরে
চলে যায় কোন পথিক...

একটা নিদাঘ  দুপুরে যেন এক নির্বাসনে
চিলেকোঠা ঘর থেকে পায়রার সুখশব্দ
যদি জানতাম এভাবে উড়ান হয়ে
শূন্যপথ ধরে চলে যাওয়া যায়
তাহলে আরও একটু নিবিড় সঙ্গোপনে
না-বলা কথা গুলো আরও ছড়িয়ে দিতাম
পুষ্প গন্ধের মতো গড়িয়ে গড়িয়ে
রূপশালী ধান মঞ্জরির ওপর চলে যেতো...

বরফ জলের মতো জোৎস্না  গলে গলেে
নেমে যেন চলে যায় কোন মোহভূমির দিকে
দূর থেকে আত্ম অনুসন্ধানী সুর ভাসে
হৃদয়তল ছুঁয়ে ছুঁয়ে যায়, খুঁজতে থাকি
আলপথ ভেঙে ভেঙে সীমানা ছাড়িয়ে...


No comments:

Post a Comment