Sunday 25 September 2022

কবিতার মালা || বিভাবসু

 

                                                                                বিভাবসু


নির্জ্ঞানের স্বপনভঙ্গ        
                                                                                
স্বপ্নগুলো আর এককাট্টা হয়ে থাকছে না 
থাকতে পারছে না 
পরস্পরের ভেতরে ঢুকে পড়ে 
পরস্পরের ভেতরে অন্তর্ঘাত জাগিয়ে তুলে 
হয়ে পড়েছে শিথিল, ক্লান্ত 
বেতো ঘোড়া যেন 

যদিও তারা নিজেদের খুব সামাজিক আর সহমর্মী ভাবে 
এবং তারা যে পরস্পরের খুবই আপন 
এটাও বেশ জোরের সাথে প্রচার করে 

তবু, হা হতোস্মি 
তারা কেউ কাউকেই সম্মান করতে পারছে না 
এইসব ঘেঁয়ো, ছাল ওঠা স্বপ্নদের ভাসিয়ে দিয়ে 
মুক্তি পেতে চাইছি

জীবনের প্রতিটি প্রকল্পে 
স্বপ্নহীনতার, পরিণতিহীনতার, 
আর অপ্রাপ্তির বীজ বুনে আমি
রক্ষা করতে চাইছি নিজেকে 

পৃথিবীকেও…

No comments:

Post a Comment